ডা.তাহসীন বাহারের বাস প্রতীকে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়দ পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী ডা: তাহসীন বাহার সূচীর শেষদিনের গণসংযোগে গণমানুষের ঢল নামে। গণসংযোগ রূপ নেয় গণসমুদ্রে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর স্টেডিয়াম মার্কেট থেকে গণসংযোগ শুরু করেন ডা. তাহসীন বাহার। এসময় স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে ডা. সুচী প্ল্যান্টেন এসআর শপিং কমপ্লেক্স ও লিবার্টি চত্ত্বর হয়ে সাত্তার খাঁন কমপ্লেক্স,খন্দকার হক টাওয়ার,সোনালী স্কয়ার ও রাজগঞ্জ বাজারের পথসভায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ স্বত:স্পূর্তভাবে ডা. তাহসীন বাহারের সঙ্গে প্রচারণায় অংশ নেন। ‘বাস’ প্রতীকের সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে নগরী।
নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় -রাজগঞ্জ সড়কে গণসংযোগকালে বিভিন্ন বিপনী বিতানের সামনে আয়োজিত পথসভায় ডা. তাহসীন বাহার সূচী বলেন, আজকের গণসংযোগ গণসমুদ্রে পরিনত হয়েছে। এই গণসমুদ্র পরিবর্তনের সমুদ্র। আপনাদের একতাবদ্ধ এ সম্মান- ভালোবাসায় আমি সিক্ত। কুমিল্লার মানুষের উপর আমার বিশ^াস ও মহান আল্লাহর উপর ভরসা রয়েছে। সবার কাছে দোয়া চাই একটি সম্মানের জায়গায় বসে যেন কাজের মাধ্যমে আপনাদের সম্মাণ ফিরিয়ে দিতে পারি। আপনারা দায়িত্ব দিলে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কুমিল্লাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। একটি সুন্দর নিরাপদ সবার বাসযোগ্য নগরী গড়ব। আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বঙ্গবন্ধুর একটি ভাষন পুরো জাতির ভাগ্যে বদলে দিয়েছিল। আগামী ৯ তারিখ আপনাদের একটি ভোট কুমিল্লায় নতুন অধ্যায়ের সূচনা করবে।এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, একটা সংগ্রাম আন্দোলনও বটে। এ আন্দোলন দূর্ণীতির বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে ও অপরিকল্পিত নগরের বিরুদ্ধে।
ডা. তাহসীন বাহার সূচীর বাস প্রতীকের প্রচারণাকালে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন,কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুল আল আমীন সাদী,জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারন সম্পাদক ডা.মোরশেদ আলম, ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল আলম, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীর, সহ-সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাধারন সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন,মাদ্রাসা স্বাধীনতা শিক্ষক পরিষদের অধ্যক্ষ শফিকুল আলম পাটোয়ারী, সিঙ্গাপুর প্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনিস , মহানগর কৃষক লীগের সাধারন সম্পাদক সোহেল হায়দার,মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক নূর মোহাম্মদ সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে প্রচারণার শেষদিন বৃহস্পতিবার পুরো নগরজুড়ে বাস প্রতীকের প্রচারণার জোয়ার বইছে। বাস প্রতীকে শ্লোগানে মুখর নগরীর অলিগলি। বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচী বৃহস্পতিবার বিকেলে নগরীর বাতাশা পট্টি, চান্দিকালীবাড়ি ও চকবাজার এলকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি নগরীর ১৭ নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়া সাবেক কাউন্সিলর সৈয়দ সোহেলের বাড়ির সামনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়া নগরীর ২৬ নং ওয়ার্ডের বাউবন্দ ভুলু মাষ্টারের বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার সহ দলীয় নেতৃবৃন্দ । এছাড়াও নগরীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়ে দেড় শতাধিক টিম নগরীর ২৭ ওয়ার্ডে বাস প্রতীকের প্রচারণা চালিয়েছেন। প্রচারণার শেষ দিন নগরীতে সর্বত্রই বইছে বাস প্রতীকে গণজোয়ার।
এম এইচ মনির
০৭-০৩-২০১৪ডা.তাহসীন বাহারের গণসংযোগ গণসমুদ্রে পরিনত
‘বাস’ প্রতীকের শ্লোগানে মুখর নগরীর অলি-গলি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়দ পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী ডা: তাহসীন বাহার সূচীর শেষদিনের গণসংযোগে গণমানুষের ঢল নামে। গণসংযোগ রূপ নেয় গণসমুদ্রে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর স্টেডিয়াম মার্কেট থেকে গণসংযোগ শুরু করেন ডা. তাহসীন বাহার। এসময় স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে ডা. সুচী প্ল্যান্টেন এসআর শপিং কমপ্লেক্স ও লিবার্টি চত্ত্বর হয়ে সাত্তার খাঁন কমপ্লেক্স,খন্দকার হক টাওয়ার,সোনালী স্কয়ার ও রাজগঞ্জ বাজারের পথসভায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ স্বত:স্পূর্তভাবে ডা. তাহসীন বাহারের সঙ্গে প্রচারণায় অংশ নেন। ‘বাস’ প্রতীকের সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে নগরী।
নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় -রাজগঞ্জ সড়কে গণসংযোগকালে বিভিন্ন বিপনী বিতানের সামনে আয়োজিত পথসভায় ডা. তাহসীন বাহার সূচী বলেন, আজকের গণসংযোগ গণসমুদ্রে পরিনত হয়েছে। এই গণসমুদ্র পরিবর্তনের সমুদ্র। আপনাদের একতাবদ্ধ এ সম্মান- ভালোবাসায় আমি সিক্ত। কুমিল্লার মানুষের উপর আমার বিশ^াস ও মহান আল্লাহর উপর ভরসা রয়েছে। সবার কাছে দোয়া চাই একটি সম্মানের জায়গায় বসে যেন কাজের মাধ্যমে আপনাদের সম্মাণ ফিরিয়ে দিতে পারি। আপনারা দায়িত্ব দিলে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কুমিল্লাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। একটি সুন্দর নিরাপদ সবার বাসযোগ্য নগরী গড়ব। আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বঙ্গবন্ধুর একটি ভাষন পুরো জাতির ভাগ্যে বদলে দিয়েছিল। আগামী ৯ তারিখ আপনাদের একটি ভোট কুমিল্লায় নতুন অধ্যায়ের সূচনা করবে।এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, একটা সংগ্রাম আন্দোলনও বটে।

Post Under