দুই দিনের সফরে কসবা ও আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দুই দিনের সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নিজ সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলায় শুক্রবার (১১ মার্চ) আসছেন। আইনমন্ত্রী আনিসুল হক এর আগমন উপলক্ষ্যে কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, প্রশাসন ও জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, করোনার কারণে গত দুই বছরে কসবা ও আখাউড়া উপজেলার আওয়ামী লীগ এর সম্মেলন করা যায়নি। মন্ত্রীর এ সফরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হবে এবং কসবা উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভার মাধ্যমে সম্ভাব্য সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
সফরসূচি সূত্রে জানা গেছে, সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার (১১ মার্চ) সকালে ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে পৌঁছাবেন। তিনি সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ, কসবা উপজেলা শাখার বর্ধিত সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন। বর্ধিত সভায় কসবা উপজেলা আওয়ামী লীগ ও কসবা পৌর আওয়ামী লীগ এর সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণের কথা রয়েছে। মন্ত্রী বিকেলে কসবা উপজেলার চারুয়া পূর্বপাড়া সড়কে সালদা নদীর উপর ৪ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার টাকা চুক্তিমূল্যে ৪৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের পর চারুয়া ঈদগাহে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাপনের পর আইনমন্ত্রী পরদিন শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সম্মেলন শেষে আইনমন্ত্রী ওই দিন সন্ধ্যায় দুই দিনের সফর শেষে ট্রনে যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Post Under