দৃষ্টিহীন শিশুরা পেল জাগ্রত মানবিকতার ঈদ পোশাক

চোখে তাদের আলো নেই, তাতে অবশ্য থেমে যায়নি জীবন। আনন্দ, অনুভব সবই আছে দৃষ্টি প্রতিবন্ধিদের। কুমিল্লায় এমন বেশ কিছু দৃষ্টি প্রতিবন্ধী শিশুর হাতে ঈদের উপহার তুলে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের নতুন জামা, ইফতারসামগ্রী ও নগদ টাকা পেয়ে ভীষণ খুশি তারা।

শুক্রবার বিকেল চারটায় কুমিল্লা নগরীর চর্থায় দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেলে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, ডাক্তার ফারজানা আক্তার, কাউছার জামান কায়েসসহ অন্য সদস্যরা।

চাঁদপুরের কিশোর সুজন তালুকদার দৃষ্টি প্রতিবন্ধী হলেও ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছে। নগরীর ভিক্টোরিয়া কলিজিয়েট স্কুলে সে দশম শ্রেণির শিক্ষার্থী। সুজন বলেছে, ‘চোখে দেখি না। তবে সব কিছু অনুভব করতে পারি। আমরা খেলতে পারি। গান গাইতে পারি। আমাদের যে নতুন জামা দিয়েছে তা হাত দিয়ে ধরে দেখেছি। খুব ভালো লাগছে।’

দেবীদ্বার উপজেলার মোহাম্মদ সাকলাইন জন্মান্ধ। নগরীর লুৎফুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে পঞ্চম শ্রেণিতে পড়ছে। ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত সাকলাইন বলেন, ‘ঈদে নতুন জামা পাইছি। আমার বন্ধুরাও পাইছে। আমরা একসঙ্গে নতুন জামা পরব। নতুন জামা পরে ঈদের নামাজে যাব।’

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমরা চেষ্টা করেছি এসব বাচ্চাদের জন্য কিছু করার। তারা চোখে দেখে না। তারা হৃদয় দিয়ে অনুভব করে। আমরা আমাদের ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করেছি।’

দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. রাশেদুজ্জামান বলেন, ‘ছাত্রাবাসে বর্তমানে ১০ জন ছাত্র রয়েছে। সবাই লেখাপড়া করে। তারা এখানে লেখাপড়ার পাশাপাশি গান গায়, খেলাধুলা করে। এখানকার অনেক ছাত্র এখন সরকারি দপ্তরে কর্মরত। অনেকে আইন পেশায় যুক্ত।’

Post Under