দেবীদ্বারে নতুন আঙ্গিকে চালু হলো কুমিল্লা জেলা পরিষদ সুপার মার্কেট

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে উদ্বোধনের দেড় বছর পর নতুন আঙ্গিকে চালু হলো কুমিল্লা জেলা পরিষদ সুপার মার্কেট। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত এ মার্কেটটিতে রয়েছে পোশাক, কিডস, জুতা, কসমেটিকস, মোবাইল, কম্পিউটার, ক্রোকারিজ ও ফাস্টফুডের শতাধিক দোকান। এর মধ্যে প্রথম তলায় ৫০টি ও দ্বিতীয় তলায় রয়েছে ৫০টি দোকান।

শনিবার (০৯ নভেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে দেবীদ্বারের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মার্কেটের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলু পাঠান, দেবীদ্বার ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ময়নাল হোসেন ভিপি, মো. মফিজুল ইসলাম এবং মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন- এ মার্কেটটি চালু হওয়ায় দেবীদ্বারের সর্ব শ্রেণির মানুষ উপকৃত হবে। কারণ এমনিতেই দেবীদ্বারে গ্রাহকদের চাহিদা মতো এক মার্কেটে সব কিছু নেই। তাই আলাদা জিনিস কিনতে তাদেরকে একাধিক মার্কেটে যেতে হয়। যা অনেক ক্ষেত্রে সময়ের অপচয় ঘটায়। বিশেষ করে যানজটের কারণে প্রায় সময় নাভিশ্বাস তৈরি হয়। তার বিপরীতে এ মার্কেটটি সম্পূর্ণ যানজটমুক্ত ও অত্যাধুনিক পরিবেশে হওয়ায় উৎসবসহ যেকোনো সময় এখানে ক্রেতাদের ব্যাপক সমাগম হবে। বক্তারা এমন একটি মার্কেট চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কুমিল্লা জেলা পরিষদকে ধন্যবাদ জানান।
প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কেট কর্তৃপক্ষ জানান, দেবীদ্বারবাসীর জন্য একটি সুন্দর পরিবেশে কেনাকাটার সুযোগ হিসেবেই এ মার্কেটটি চালুর উদ্যোগ নেয়া হয় দেড় বছর আগে। কিন্তু একটি মহল আমাদেরকে ভুল বুঝে এটি চালু নিয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে মালিক কর্তৃপক্ষসহ ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হই। আর সেবা বঞ্চিত হন রুচিশীল গ্রাহকরা। যাই হোক দেরিতে হলেও আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এ নিয়ে সন্তোষ প্রকাশ করছি।
তারা জানান, এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা থাকবে। আর গ্রাহকদের সুবিধায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। মার্কেট কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফুল, ট্রেজারার মো. মজিবুর রহমান, মো. মহসিন মুহুরী ও মো. রফিকুল ইসলামসহ সকল দোকান মালিকগণ ।

Post Under