এমদাদুল হক সোহাগ
কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যান সমিতির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সমিতির নেতৃবৃন্দরা কুমিল্লা পুলিশ সুপার দপ্তরে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মহামারি করোনার কারনে অল্প পরিসরে বরণ ও সৌজন্য সাক্ষাৎতের আয়োজন করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় সমিতির সভাপতি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম, সমিতির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য কুমিল্লা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ ভূইয়া, অধ্যাপক মোহাম্মদ আলী সরকার, প্রচার সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল গ্রেটার কুমিল্লার সম্পাদক মো: এমদাদুল হক সোহাগ, নির্বাহী সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, সিমিতির সদস্য স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদেকুর রহমান রানা।
মতবিনিময়কালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম বোর্ডের ডাইরি এবং সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর শিকদার সমিতির প্রকাশিত স্মরণিকা ও কার্যকরী পরিষদের তালিকা পুলিশ সুপারকে উপহার হিসেবে প্রদান করেন। তাছাড়া কুমিল্লাস্থ বাঞ্ছারামপুর সমিতির পক্ষ থেকেও নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।