‘নাসিরনগরে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা”

আজিজুর রহমান চৌধুরীঃ
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২১ বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৭ জুন সোমবার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ আশিক মোঃ মুজতবা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ সাখাওয়াত হোসেন প্রমূখ।‌ সভায় উপস্থিত ছিলেন, ডাক্তার, সাংবাদিক, নার্স, এনজিও প্রতিনিধিসহ অবহিতকরণ সভার সম্মানিত সদস্যগণ।
নাসিরনগর উপজেলায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩১৩ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৫৫৮৩ জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪৩৪৯১ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মোট ৬২৬ জন স্বেচ্ছাসেবী, ৭৮ জন মনিটর, ৪৯ জন সুপারভাইজার রয়েছে।

Post Under