নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) থেকে আজিজুর রহমান চৌধুরীঃ শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, “কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এর আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস রুবিনা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কবির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। উত্তম কুমার দাস ও দিবা মল্লিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, জয়িতা সুপ্রীতি রানী হালদার, জয়িতা মীরা রানী দাস, জয়িতা ছোটুনী খাতুন, জয়িতা রোকেয়া বেগম, জয়িতা তাছলিমা বেগম, শিবলী চৌধুরী, দিপ্তী চৌধুরী প্রমুখ। সভার শেষে ৫ জন জয়িতাকে ক্রেট ও সম্মাননা প্রদান করা হয়।