নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান চৌধুরীঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলা লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জরিতদের গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা পুজা উদযাপন পরিষদ, গৌর মন্দির কমিটি, ব্রাহ্মণ কল্যাণ সংঘ, মৎস্য আড়ৎ সমিতি, নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর মৎস্যজীবি সমবায় সমিতি, সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন সংগঠন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন গৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সবুজ দাস। পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যাতি দত্ত, প্রেসক্লাব ও ব্রাহ্মণ কল্যাণ সংঘের সভাপতি সুজিত কুমার চক্রবতী, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, পুজা উদযাপন কমিটির সদস্য অরুণ জ্যোতি ভট্টাচার্য্য, প্রভাষক প্রার্থ প্রতিম সোম, শ্রীবাস দাস, স্বরজিত দাস, বিজয় দাস, ভানু লাল চন্দ, প্রমোধ সাহাজী, বীরেন্দ্র দাস, সুরঞ্জন দেবনাথ, ধীবর মৎসজীবি সমবায় সমিতির সম্পাদক পরিমল দাস, সবুজ দাস, তপন রায় চৌধুরী, বিভাষ ঘোষ, চঞ্চলা সরকার, সুশীল দাস, জয়ন্ত দেব, স্বপন রিশি প্রমুখ।প্রতিবাদ সমাবেশের পর নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার ১৩ টি ইউনিয়ন হতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ