বৈদেশিক কর্মসংস্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষে আজ ০৭ নভেম্বর ২০২০ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৮ নং ওয়ার্ডের কাঁটাবিল গ্রামে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সচেতনতামুলক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রায় ৬০ জন অভিবাসন প্রত্যাশী, বিদেশ ফেরত মহিলা অভিবাসী, স্থানীয় এনজিও (ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) প্রতিনিধিগণ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা-এর সহকারী পরিচালক দেবব্রত ঘোষ তাঁর বক্তব্যে নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, নারী অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ মধ্যপ্রাচের বিভিন্ন দেশে নারী অভিবাসনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিশেষ করে হংকং, ওমান, সৌদি আরব, ইউএই, লেবানন এবং জর্দানে নারী অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন।
বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম, কুমিল্লার সভাপতি ডা: নুরুল আমিন তাঁর বক্তব্যে অংশগ্রহনকারীদের উৎসাহিত করার জন্য এই ধরণের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, নিরাপদ নারী অভিবাসনে জেলা কর্মসংস্থান অফিস ও এমআরসি’র এই উদ্যোগ নিরাপদ নারী অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিরাপদ অভিবাসন বিষয়ে বাংলাদেশ অভিবাসী ফোরাম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশ অভিবাসী অধিার ফোরমের সাংগঠনিক সম্পাদক কাজী এনায়েতুল্লা মাহাতাব বক্তব্য রাখেন। ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কুমিল্লা শাখার সেন্টার ইনচার্জ জনাব জাফর উল্লাহ্, স্যোসাল মোবিলাইজার রোকেয়া আকতারসহ অনেকে উক্ত উঠান বৈঠকটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নারীদের অংশগ্রহণে এ সমাবেশে এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা মানব পাচার রোধ বিশেষ করে নারীদের পাচার রোধ ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য , উদ্দেশ্য ও কাজ সকলের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন নিরাপদ অভিবাসনে তথ্য সহায়তা প্রদানে এমআরসি বাংলাদেশ কুমিল্লা ও ঢাকা জেলায় কাজ করে যাচ্ছে। উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন এমআরসি কাউন্সেলর জনাব ইকরাল হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী নারী অভিবাসী প্রত্যাশী ও বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহন করা হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য www.probashi.gov.bd, www.bmet.gov.bd, www.wewb.gov.bd, www.bmet.comilla.gov.bd সাইটগুলো ভিজিট করার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় আরো জানানো হয় যে, অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের হেল্পলাইন নম্বর: ০১৭১৩০৮৬৩৩০ (কুমিল্লা) এবং ০১৭৩০৬৬৬৯৩৬ (ঢাকা) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক পেইজ (facebook.com/bangladeshmrc) থেকেও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য পাওয়া যাবে বলে উঠান বৈঠকে জানানো হয়।