পর্দা নামল কুবির অর্থনীতি সপ্তাহের

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

নাচ, গান, কৌতুক, অভিনয়, কবিতা আবৃত্তির মধ্যদিয়ে পর্দা নামল কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন অর্থনীতি ক্লাব কর্তৃক আয়োজিত অর্থনীতি সপ্তাহ’র। মঙ্গলবার (২০ জুন) শেষদিনের অনুষ্ঠানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সপ্তাহের বিদায় জানানো হয়। এর আগে সকাল দশটায় নবীন বরণ ও প্রবীণ বিদায়ের আয়োজন করা হয়।

নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে রুবাইয়েত ইসলাম মিম ও রিয়াজুল আমিন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক, মোছা. আশিখা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন.এম. রবিউল ইসলাম আউয়াল চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. জাকির ছায়েদ উল্লাহ খান, অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. রাফিয়া ইসলাম লিনা, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, রাশেদ আহমেদ, আয়েশা আক্তার। অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রমুখ।

এদিকে অর্থনীতি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন শোভাযাত্রা, খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করে বিভাগটি। সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গ্রাম-বাংলার সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি গানের তালে তালে নৃত্য ও অভিনয়ে তুলে ধরেন।

Post Under