পৃথিবীর সবচেয়ে বড় দৈর্ঘ্যের চেইন তৈরি করলো নাসির নগরের পার্থ

নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) থেকে আজিজুর রহমান চৌধুরী:
উপজেলার ফান্দাউক গ্রামের বিএসএস পড়ুয়া পার্থ চন্দ্র দেব তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় দৈর্ঘ্যের চেইন। ২০১৮ সালের ইতিহাসের সবচেয়ে বড় চেইনটির চেয়েও ৬৭০ মিটার লম্বা। যা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। পার্থ দেব (২৪) জানায়, তার বড় ভাই জয়ন্ত চন্দ্র দেব ও বৌদির অনুপ্রেরণায় মাত্র ৪৫ দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চেইনটি তৈরি করতে সক্ষম হয়েছি।চেইনটিতে ২ সেন্টিমিটারের ১,৮৭,৮২৩ টি সেফটি পিন একের পর এক গেঁথেছি। সে আরও জানায়,চেইনটি তৈরি করতে ২৪১ ঘন্টা ৪২ মিনিট সময় লেগেছে।সময়ের হিসাব কষতে একটি সিসি ক্যামেরাকে পুরো সময় এই কাজের জন্য ব্যবহৃত হয়েছে । তিনি কারো সাহায্য ছাড়া নিজেই চেইন তৈরির কাজ সম্পন্ন করেন। পূর্বে ২০১৮ সালে ১৭৩৩.১ মিটার দৈর্ঘ্যের চেইন তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় ভারতের গুজরাটের হার্শা নান ও নাভা নান।আর পার্থ দেবের চেইনটির পরিমাপ নির্ধারণ করা হয় ২৪০১.৮৩মিটার।তার এই কৃতিত্ব ও সফলতায় গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে। তাই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পার্থ দেবের নাম অন্তর্ভুক্তি হওয়ায় পুরো জেলা ও নাসিরনগরবাসী আনন্দিত।

Post Under