এমদাদুল হক সোহাগ:
অমর একুশে বই মেলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) ড. সফিকুল ইসলামের লেখা একটি কবিতা ও আরেকটি গল্পের বই প্রকাশিত হয়েছে। গত বই মেলাতে প্রকাশিত হয়েছিল কবিতার বই ‘যে কথা যায়না বলা’। মাত্রাপ্রকাশ প্রকাশনী থেকে এ বছর প্রকাশিত কবিতার বইয়ের নাম ‘চিন্তানুরণন’। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।
গল্পের বই ‘লুকোচুরির জীবন’ প্রকাশিত হয়েছে সৃজন প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। আগামি ১২ তারিখের পর ৩৮০ থেকে ৩৮১ নম্বর স্টলে বই দুটি পাওয়া যাবে। আগামি ১৭ ও ১৮ (শুক্র ও শনিবার) ফেব্রুয়ারি লেখক ড. সফিকুল ইসলামকে স্টলে পাওয়া যাবে। সেদিন লেখকের সাথে আড্ডা সহ অটোগ্রাফসহ বই নিতে পারবেন ক্রেতারা। এদিকে গত বছর প্রকাশিত কবিতার বই ‘যে কথা যায়না বলা’ বইটি প্যাভিলিয়নের ‘আগামি প্রকাশনী’ থেকে কিনতে পারবেন ক্রেতারা।
ড.সফিকুল ইসলাম একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একজন কবি ও সাহিত্যিক। তাছাড়া একজন দক্ষ সংগঠকও। প্রশাসন ক্যাডারের এই চৌকস কর্মকর্তা সাহিত্য চর্চার মাধ্যমে ব্যাপক গ্রহণযোগ্রতা পেয়েছেন।