এমদাদুল হক সোহাগ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪( কসবা-আখাউরা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক বলেছেন আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক। আপনাদের সাথে আমার অভিভাবক-সন্তানের সম্পর্ক। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, তেমনি আমিও আপনাদের ভালোবাসি। আপনারা যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আপনারা ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে আমাকে ভোট দিয়ে সেটা প্রমাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে চান তাহলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত ও শেষ করতে হবে। আমরা করি উন্নয়নের রাজনীতি তারা (বিএনপি) করে লাশের রাজনীতি, তারা আইনশৃঙ্খলা মানেনা। তাই আপনারা ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে তাদের জবাব দিতে হবে।
বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর সরকারি টেকিনক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি ও শিক্ষক নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।