বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনএবং বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কবিতা আবৃত্তিপ্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা। এসময় মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহারদিয়ে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক এমদাদুল হকসোহাগ, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম, হারুনুর রশিদ ঢালী প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম জি আজমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সাংবাদিক প্রফেসার কবীরহোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলেমান সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নান্নু, মুজিবুর রহমান ভূইয়া, সাবেক মেম্বাররফিকুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতার যুদ্ধে নিহত সকল শহীদদেরআত্মার মাগফেরাত কামনায়সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Post Under