ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দাম রাখায় ব্যবসায়ীকে জরিমানা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জিনিসপত্রের দাম বেশি রাখায় দোকানীকে করা হয়েছে জরিমানা। করোনার সংক্রমন প্রতিরোধের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(২৬ জুন)সকালে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে শহরের জগতবাজার,আনন্দবাজার, মেড্ডা বাজার ও কাউতুলি বাজরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও জেলা মার্কেটিং অফিসার নাজমুল হক ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। এ সময় স্বাভাবিক মূল্য থেকে দাম বেশী রাখায়, পণ্যমূল্য বৃদ্ধি করে বিক্রির অভিযোগে বিভিন্ন দোকানদারকে জরিমানা করা হয়। সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে সতর্ক করা হয়।

Post Under