এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হামলাকারী মোবাশ্বেরের (৩০) বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলা হয়েছে। পাশাপাশি সে মানসিক ভারসাম্যহীন কি না এটিরও তদন্ত চলছে। ওই ঘটনায় ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনষ্টেবল সাধন আহত হন।
প্রকাশ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে থানায় ঢুকে মোবাশ্বের ঘুরাফেরা করার সময় পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে, সে ছুরি বের করে তাদের উপর হামলার চেষ্টা করে। এরপর তাকে ধাওয়া দিলে সে থানার সামনের সড়কে চলে যায়৷ তাকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন। অনেক চেষ্টার পর থানার সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।