ভিক্টোরিয়া কলেজের ৫৬তম অধ্যক্ষ আবুল বাশার

 নিজস্ব প্রতিবেদক।।
অবশেষে নতুন অধ্যক্ষ পেলে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগের ১৯ দিন পর  প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা।
০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়ার অধ্যক্ষসহ ৪৬জন কর্মকর্তাকে পদায়ন করা হয়।
সূত্রমতে, শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে গত ২১ আগস্ট পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। পদত্যাগের পূর্বে

কলেজের শিক্ষক পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি। একই সাথে পরিষদের চারজন সদস্য নিজেরাও পদত্যাগ করেন।

 চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষা ইউনিটের সদস্যরা।

এ কলেজের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের ছাত্র ফখরুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। যে কারণে সাধারণ শিক্ষার্থীরা সরকার পতনের পর থেকে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে আসছিলেন। আমরা চাই রতন বা জাফর এমন দুর্নীতিবাজ শিক্ষক যেনো ভিক্টোরিয়াতে না আসেন।

 ইতিহাস বিভাগের ছাত্রী মাকসুদা আক্তার বলেন,কলেজে ৪৩টি ব্যাংক হিসাব আছে। আমরা অর্থের যথাযথ ব্যায় চাই। কোটি টাকার ভুয়া বিল ভাউচার তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নিজেরাই বিলের বই ছাপিয়েছেন। ব্ল্যাংক বিলে নিজেদের ইচ্ছেমতো টাকা বসান। প্রতিটি কমিটিতে সন্মানী থাকে সংশ্লিষ্টদের। এসব যেনো বন্ধ করেন নতুন অধ্যক্ষ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এতে আরও বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর তারিখের  বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Post Under