এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মাদকাসক্ত ইউপি চেয়ারম্যান! মাদক কেনাবেচা, টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাতে লিপ্ত।জন্ম-মৃত্যু সনদেও করেন অতিরিক্ত অর্থ আদায়। মহিলা মেম্বারকে করেছেন জুতাপেটা। নির্বাচিতের পর থেকে যথাযথ দায়িত্ব পালন না করায় ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার। এমনি এন্তার অভিযোগ থাকায় ইউপি চেয়ারম্যান আসলাম মৃধার বিরুদ্ধে তারই পারিষদ করেছেন অনাস্থা জ্ঞাপন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা (মেম্বার) এইসব অভিযোগ উত্থাপন করেন।
আরো পড়ুনঃ
বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেলার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা (মেম্বার) চেয়ারম্যান আসলাম মৃধার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তার অপসারণ দাবী করেন। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও ঘোষণা করেন।
সংবাদ সম্মেলণে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন আব্দুল হাফেজ লিটন মেম্বার। এসময় কাইতলা ইউপির ওয়ার্ড সদস্য মো. কাজল মিয়া, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, খলিলুর রহমান, জহিরুল ইসলাম, আম্বিয়া খাতুন, মোছাম্মত দোলনা বেগমসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদকাসক্ত চেয়ারম্যান আসলাম মৃধা নির্বাচিত হবার পর থেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করছে না। মাদক কেনাবেচা, টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাৎ এবং জন্ম-মৃত্যু সনদে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ করেন তারা। এতে ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে জুতা পেটা করারও অভিযোগ করা হয়। এসময় উপস্থিত ইউপির সদস্যরা চেয়ারম্যান আসলাম মৃধার অপসারণের দাবী জানান।