এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, এক সময়কার তুখোর ছাত্রনেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু (৬৮) আর বেঁচে নেই। শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটায় জেলা শহরের ফুলবাড়িয়াস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি——রাজিউন।
আরো পড়ুনঃ
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী-তেজস্বী বক্তা আমানুল হক সেন্টু মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।বহু রাজৈনিতক নেতা গড়ার কারিগর আমানুল হক সেন্টুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সকলের, মাঝে শোকের ছায় নেমে আসে। শেষবারের মতো এক নজর দেখার জন্য সুহৃদরা তার বাড়িতে ভীড় জমান। শুক্রবার বাদ জুম্মা জেলা শহরের ট্যাঙ্কেরপাড় মাঠে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা সম্পন্ন হয়। এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবা কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।