যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কর্মসূচি পালন

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী তে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ সকাল ৭ টায় রামঘাটলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিন ব্যাপী ব্যাপক কর্মসূচী শুরু করে।সকাল ৭.৩০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

বিকেল ৩ ঘটিকায় দলীয় কার্যালয় হতে কুমিল্লা দঃ জেলা যুবলীগের সকল ইউনিটের সকল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে নগরীতে বিশাল বর্ণিল আনন্দর‍্যালী অনুষ্ঠিত হয়।এতে নেতৃত্বে দেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন,কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুস ছোবহান খন্দকার সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক, জেলা যুবলীগ নেতা শাহজালাল মজুমদার, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলাযুবলীগ নেতা গাজী রিয়াজ মাহমুদ সহ জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

আনন্দর‍্যালীটি নগরীর বিভিন্ন সড়ক শেষে বিকাল ৫ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ, এবং মানবিক যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিকাল ৫.১৫ মিনিটে কেক কেটে জেলা যুবলীগের দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।কেক কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ সারথি দও,দপ্তর সম্পাদক রুপম মজুমদার, বন ও পরিবেশ সম্পাদক ফরহাদুল মিজান, উপ দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, মোঃ আব্দুস ছোবহান খন্দকার সেলিম, শাহজালাল মজুমদার, গাজী রিয়াজ মাহমুদ সহ জেলা যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Post Under