স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। প্রধান অতিথির বক্তব্যে আরফানুল হক রিফাত বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি কলঙ্কের দিন। বাঙ্গালী জাতীর জন্য অত্যন্ত বেদনার।
তিনি বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাংলাদেশের এমন একটি সংগঠন, যার জন্যে ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের কাজ অনেক ত্বরান্বিত হয়েছে। শহীদ জননী জাহানারা ইমাম প্রতিষ্ঠিত সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা আন্দোলন করেছি। তিনি বলেন, এক সময় বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা যখন নানান ষড়যন্ত্রে জর্জরিত তখন শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানার নিয়ে পাশে দাড়িয়েছেন। আরফানুল হক রিফাত বলেন, রাজনীতির আদর্শের কর্মীরা শত সংকটেও টিকে থাকে।
তিনি বহুদিন পর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন মিঠুকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর এর সদস্য সাংবাদিক ওমর ফারক তাপস।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ন্যাপ নেতা বশির আহম্মেদ, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক অচিন্ত দাস টিটু, ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর এর সদস্য সচিব আনোয়ার হোসেন মিঠু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শাহিন কবির, জেলা বাসদের সংগঠক নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন সম্পাদক। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম আকবরি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মোঃ আব্দুল্লা, কবিতা আবৃত্তি করেন শাকিরা তাপসী।