রাজা বাবু কে পেয়ে উচ্ছ্বাসে মাতলেন হরিজনেরা

এমদাদুল হক সোহাগ

কুমিল্লা নগরীর সুজানগর এলাকার হরিজন পাড়া। তাদের একজন রাজা বাবু রয়েছে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা   বাহাউদ্দিন বাহারকে তারা রাজা বাবু বলে ডাকেন।কুমিল্লা পৌর সভার চেয়ারম্যান থাকাকালীন সময়ে হরিজনদের পাশে দাড়িয়েছিলেন, তাদের সুখ দুঃখের কথা শোনে তাদেরআবদার রক্ষা করেছিলেন। পৌরসভার অর্থায়নে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন।  সেই থেকে চেয়ারম্যানেরনাম হয় রাজা বাবু।

এবছর হরিজন পল্লীতে প্রথম পূজা আয়োজনে সহযোগিতা করেন রাজা বাবু। সোমবার রাতে সুজানগরের হরিজনদের পূজামন্ডপ পরিদর্শন করতে যান এমপি বাহার। রাজা বাবুকে পেয়ে আনন্দে আত্মহারা হরিজনেরা। মহিলারা উলুধ্বনির মাধ্যমে বরণকরেন তাদের রাজা বাবুকে। শুরুতেই ফুলেল শুভেচ্ছা সন্দেশ, নাড়ু দিয়ে আপ্যায়ন করেন তাদের প্রিয় মানুষকে। রাজা বাবুসবার সামনেই তাদের আপ্যায়ন গ্রহণ করেন। হরিজনদের জন্য ছয় তলা আবাসিক ভবন করে দিবেন শোনে উচ্ছ্বসিত তারা।রাজা বাবু ঘোষণা দিলেন, শুধু ছয় তলা ভবনই না, সাথে একটি মন্দিরও নির্মাণ করে দিবেন তাদের জন্য। রাজা বাবুর এমনকথা শোনে স্লোগান দিতে থাকেন তারা, রাজা বাবুর আগমন শুভেচ্ছার স্বাগতম।

এসময় মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Under