লুটপাট ও কালো টাকার বিরুদ্ধে নৌকার জয় সুনিশ্চিত- রিফাত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানিয়েছেন আওয়ামী লীগমনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত।

ভোটের প্রচারণায় অভূতপূর্ব সাড়া মিলেছে জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনে পরাজয়ের কোনো প্রশ্নই আসে না। প্রচারণায় গিয়েআমি ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আমার বিশ্বাস, বুধবারের ভোটেনৌকার প্রতি মানুষের যে আস্থা তারই প্রতিফলন ঘটবে।

একইসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনে জয়পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আমার রয়েছে। কুমিল্লা সিটি করপোরেশননির্বাচনে যে প্রার্থীই জয়লাভ করবেন আমি তাকে প্রথম ফুলের মালা দেবো।

কুসিক নির্বাচনে ভোটের একদিন আগে মঙ্গলবার (১৪ জুন) নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে দৈনিক রূপসী বাংলা কে দেওয়াএকান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়েঅনেক বেশি সংঘবদ্ধ এবং সংগঠিত। এখানে আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই।

কুসিক নির্বাচনে ভোটাররা নৌকার পক্ষে কেন ভোট দেবে এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলেতিনি বলেন, সাবেক মেয়রের সবকিছুতেই ব্যর্থতা। সফলতা শুধুমাত্র দুর্নীতিতে। উনার (সাবেক মেয়রের) ব্যর্থতার কারণেকুমিল্লার মানুষ পরিবর্তন চায়, এজন্যই তারা আমাকে বেছে নেবেন।

কুমিল্লা সংসদ সদস্য . . . বাহাউদ্দিন বাহারকে কুসিক নির্বাচনকালীন এলাকা ত্যাগ করতে চিঠি দিয়েছিল নির্বাচনকমিশন। কিন্তু ক্ষমতাসীন দলের এমপির এলাকা না ছাড়াকেকমিশনের আইনি বিধানের লঙ্ঘনমনে করছেন নাআহসানুল হক রিফাত। বরং নির্বাচন কমিশন নিজেদের ইমেজ বাড়াতে নৌকা সমর্থিত প্রার্থীসমর্থকদের ওপর খড়গহস্ত হচ্ছেবলে দাবি মেয়র প্রার্থীর।

প্রথমবার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আহসানুল হক রিফাত আরও বলেন, কুমিল্লায় গত প্রায় ১৭/১৮ দিনের নির্বাচনীপ্রচারণা ঘিরে একটিও সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। আগামী দিনেও ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেআমি আশা করি। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের সমর্থকদের (সাক্কু তার কর্মীদের ইঙ্গিত করে) পোস্টার ছেঁড়া নিয়ে একটিঅভিযোগ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমার নিজের পোস্টারও অনেক জায়গায় ছিঁড়ে মাটিতে পড়ে আছে। আমি তোকারো বিরুদ্ধে অভিযোগ করিনি! আসলে তারা তো নালিশ পার্টির লোক, নালিশ দেওয়াই তাদের কাজ।

তিনি বলেন, ছোট্ট শহর কুমিল্লা, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। সকালে ঘুম থেকে উঠলেই একজনের সঙ্গেআরেকজনের দেখা হয়, কুশল বিনিময় হয়। সুতরাং, আমাদের মধ্যে নোংরামির পরিবেশ তৈরি হোক, তা আমি চাই না।

নৌকার পক্ষে প্রচারপ্রচারণা নির্বাচনী এলাকায় আধিপত্যের বলয় তৈরি করতে বহিরাগতদের আনা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরএমন অভিযোগ প্রসঙ্গে রিফাত বলেন, যাদের বহিরাগত বলা হচ্ছে তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। কুমিল্লারআশপাশের উপজেলা এবং ইউনিয়নের সব নেতাকর্মীরা এসে নৌকার পক্ষে কাজ করছেন। শহরে তো তাদের আত্মীয়স্বজনওথাকেন। তারা এসে তাদের আত্মীয়স্বজনদের কাছে যাচ্ছেন এবং নৌকার পক্ষে ভোট চাইছেন। এতে তো দোষের কিছু দেখি না।যারা বাইরে থেকে এসেছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ছিল এবং এরপর যে যার মতো নিজ এলাকায় চলেও গেছেন।

স্থানীয়ভাবে দলের অবস্থান ব্যাখ্যা করে নৌকার মেয়র প্রার্থী বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অত্যন্তশক্তিশালী অবস্থানে রয়েছে। দলের অঙ্গসংগঠন যেমনছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ওয়ার্ডে কর্মী রয়েছে। আমাদের ২৭টি ওয়ার্ড রয়েছে। সব ওয়ার্ডেইবিপুল সংখ্যক কর্মী রয়েছে। ভোটের দিন তারা কেন্দ্রভিত্তিক নিজ নিজ কেন্দ্রে অবস্থান করলেও প্রতিটি কেন্দ্রের সামনে এক থেকেদেড় হাজার কর্মীর সমাবেশ ঘটবে। তাহলে আমি কেন বাইরের লোক এখানে এনে জড়ো করবো। কী প্রয়োজন আমার।

এসময় সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের সংশয় বাশঙ্কা নেই।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ বুধবার একযোগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ নগরীর ১০৫টিকেন্দ্রের প্রতিটিতেই ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

কুসিক নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেনআওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত(নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামীআন্দোলনের রাশেদুল ইসলাম (হাত পাখা) এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (হরিণ) 

Post Under