শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মামুন-ইবাদ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অঅধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ এবং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুন) এক জরুরি সাধারণ সভায় মো. সবুজ আহমেদ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ইবাদ সরকার।

ননবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মাহিনুর রহমান নায়িম, সহ-সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুন নেছা, সাংগঠনিক সম্পাদক হুমায়রা তাজরিন লামিয়াহ্ , অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন নাইম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার, দপ্তর সম্পাদক মো.শফিক ইসলাম, প্রচার সম্পাদক নুরে আলম, উপ-প্রচার সম্পাদক শিশির আহমেদ সৈকত, শিক্ষা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোক্তার।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সবুজ আহমেদ, উম্মে রোকেয়া, আক্তার মাহমুদ, অর্ণব মাহমুদ, তানিয়া শেখ, জাকিয়া সুলতানা, আসিফ আজম, মেহের ইসলাম মুসকান, মো. সাকিল আহমেদ, নাজমুল হোসেন হৃদয়, মো. সুমন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Post Under