শুধু কালিরবাজার এক ইউনিয়নেই একশ কোটি টাকার উন্নয়ন করেছি: এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নের কারণে দেশে সাধারণ মানুষ আজ উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখছে। আজ গ্রামের মানুষও শহরের সকল সুবিধা ভোগ করছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পরেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আপনাদের এই কালিরবাজার ইউনিয়নে ইতিমধ্যেই ১০০ কোটি টাকার উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে ও অনেক উন্নয়নের কাজ চলমান আছে এই উন্নয়নে সুফল আপনাদের এলাকার মানুষই ভোগ করছেন। এটা সম্ভব হবে শুধুমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে। তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নে বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলা ১নং কালিরবাজার ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। উক্ত মত বিনিময় সভায় তিনি আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা কথা শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধান করেন।
আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এসময় আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, ১নং কালিরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সেকান্দর আলী,আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, কাজী মো. খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া, সাধারন সম্পাদক মো. ইউনুছ , উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ঠিকাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল ,্ আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, মোহাম্মদ আলী ঠিকাদার, হাজী আবদুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিরুজ্জামান মনির ,সাধারন সম্পাদক মাহাবুব আলম পল্লব ,যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা পূর্বে এমপি বাহার উক্ত তিন ওয়ার্ডের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে ৪ তলা একাডেমিক ভবন ও কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়েও ৩ কোটি টাকা ব্যায়ে ৪ তলা ভবন সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

Post Under