শ্রদ্ধা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো চেয়ারম্যান আবু তাহেরকে

তিন দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর তিনটি জানাযায় অগনিত মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হয় তাকে। গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ১১টায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে—-রাজেউন)। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তৃতীয় নামাজের জানাযা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্বজনরা। মৃতুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লাস্থ বাগিচাগাঁও জেলা পরিষদ সুপার মার্কেট মাঠ প্রাঙ্গণে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে একইদিন বাদ জোহর ব্রা‏হ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত। সবশেষ নিজ প্রতিষ্ঠান শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে নামাজের জানাযা শেষে পরিারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের নামাজের জানাজায় অংশ নিয়ে মুহাম্মদ আবু তাহের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার মো: নুরুল ইসলাম। এছাড়াও মরহুমের নামাজের জানাযায় উপস্থিত থেকে শোক প্রকার করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল আমিরুল্লাহ, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজনুর রহমান আতিকী, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহম্মেদ, জেলা আ’লীগের সদস্য সৈয়দ আব্দুল কাফী, একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ পিজিউল আলম, উপজেলা আ’লীগেরে যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসনে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আলম ডিলার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু সহ জানাযা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সাধারণ লোকজন অংশ নেন।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তাহমিনা হক পপি সহ আরো অনেকে শোক সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে লাশের পাশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলা পরিষদের পক্ষ থেকে মরহুমের প্রাতি শ্রদ্ধা জানানো হয়। এর বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ২০১৯ সনের ৩০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিকসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। কয়েকদিন ধরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার রাত ১১টায় তিনি মারা যান।

Post Under