সচিবালয় বা ক্যাবিনেট মিটিং নয় রাজপথেই বেশি স্বাচ্ছন্দ্য পাই-আসিফ মাহমুদ

এমদাদুল হকে সোহাগ, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ বলেছেন, সচিবালয়ের ক্যাবিনেট মিটিংয়ে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেননা যতটা রাজপথে করেন। তিনি বলেন, অনেকে বলে ১৬ বছরের জঞ্জাল কিন্তু আমরা মনে করি ৫৩ বছরের জঞ্জাল তৈরি হয়েছে এই দেশে। এই জঞ্জাল পরিস্কারে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। তিনি বলেন এই অল্প সময়ের মধ্যেই অনেক পরিবর্তন হয়েগেছে। সামনের দিনগুলোতে আরো হবে। তিনি বলেন, এই বন্যায় কোথাও চাল ডাল চুরি হয়েছে শোনেছেন, এখন কেউ ঘুষ চাইতে সাহস দেখায় না, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা সম্মান পাচ্ছেন। তাদের লাগেজ নিয়ে হয়রানি করা হচ্ছেনা। পরিবর্তন শুরু হয়ে গেছে, তা চলতে থাকবে। জনগনের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাবো। দেশের পররাষ্ট্র নীতি কি হবে, তা জনগনই নির্ধারণ করবে। জনগনের সাথে আলোচনা করে সরকার পররাষ্ট্রনীতি ঠিক করবে। এতদিন ভারত একটি দল বা সরকারের সাথে কথা বলতো, এখন আর সেটা হবেনা। এখন কথা হবে চোখে চোখ রেখে।
তিনি আরো বলেন, অচিরেই শহীদদের সংখ্যা প্রকাশ করা হবে। অভ্যুত্থানে শহীদদের লাশ নিয়ে খুনী সরকারের লুকোচুরির কারনে আমরা প্রকৃত সংখ্যা প্রকাশ করতে দেড়ি হচ্ছে। অচিরেই তা প্রকাশ করে বর্তশান সরকারের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের সাথে দেখা করা হবে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা শাখার আয়োজনে অভ্যুত্থানের শহীদদের স্পিরিট কে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পুর্নগঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। আরো বক্তব্য রাখেন, আবু বাকের মজুমদার, আবদুল কাদের ফারহান সহ কেন্দ্রীয় সদস্যগণ।

Post Under