সভাপতি প্রার্থী গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুরুল আফসার মিজান
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আলীগের এক পক্ষের প্যানেল ঘোষণা
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২১-২০২২ উপলক্ষে ১৭ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এতে সভাপতি প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ইতিহাসবিদ এডভোকেট গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এডভোকেট মোঃ নুরুল আবছার মিজানের নাম ঘোষণা করা হয়।
শনিবার কুমিল্লা নগরীর বাগিচাগাঁওস্থ প্রয়াত এডভোকেট আহমেদ আলীর বাসভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার। এতে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ১ জনসহ ৭ টি পদে ৩৩ সদস্য বিশিষ্ট চূড়ান্ত করা হয়।
২০২১-২০২২ সনের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই অনুষ্ঠানিক প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এডভোকেট মাসুদ সালাউদ্দিন। উল্লেখ্য বিগত অন্যান্য বছরগুলোতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আওয়ামীলীগের প্যানেল ঘোষণা হলেও এবছর ফাটল ধরেছে আওয়ামী পরিবারে।
জানা যায়, সরকারী আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিয়ে আওয়ামীলীগের সিনিয়র আইনজীবীদের বিশাল একটি অংশ ক্ষোভে ফেটে পরেন। আইন কর্মকর্তার তালিকা থেকে বাদ পরেন একাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানরা।
এরই ফলে কুমিল্লা আইনজীবী সমিতির মধ্যে আওয়ামীলীগের দুর্গে দেখা দেয় ফাটল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘোষনা করা হয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সেই পরিষদ থেকে পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনে এই প্যানেলটি মাঠে থাকবে বলেও শপথ গ্রহণ করেছেন নেতৃবৃন্দ, প্রার্থী ও সমর্থকগণ। এদিকে, আওয়ামীলীগের আরেকটি পক্ষও তাদের প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে।