সরাইলে শহীদ মিনারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ : পুলিশসহ ২০ জন আহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক দেয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসি-পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আটক করেছে ছয়জনকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মার্চ) সকালে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পার্ঘ অর্পণ করতে যান উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও তাদের সমর্থকেরা। ফুল দেয়ার সময় তাদের মধ্যে হয় কথা কাটাকাটি। এই বিষয়কে কেন্দ্র করে পুষ্পার্ঘ অর্পণশেষে ফেরার পথে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন। এই নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের লোকজনের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

Post Under