কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার মামলায় অভিযুক্ত ইকবালসহ চারজনের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এসময় আদালতে মৌখিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন ইকবাল হোসেন।
এর আগে আগে বেলা ১২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম মিথিলা জাহান নিপার আদালতে আসামিদের তোলা হয়।
তারা হলেন, মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ঘটনার দিন পুলিশকে ৯৯৯ এ কল দেওয়া ইকরাম হোসেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯টি মামলা হয়েছে। আটক করা হয়েছে ৫০ জনকে। আর কোতায়ালী মডেল থানায় দায়ের করা কোরআন অবমাননার মামলায় ইকবালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।