কুমিল্লা প্রতিনিধি।
দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী ইন্তেকাল করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টায় তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় রোগে ভুগছিলেন। আমোদ সম্পাদক বাকীন রাব্বী জানান,২৩জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের নিউজর্জি রাজ্যের নেপচুন শহরের জার্জি শোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শামসুননাহার রাব্বী পাঁচ দশকের বেশি সময় ধরে কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে আসছেন। তিনি কুমিল্লায় বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত ছিলেন। তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এক ছেলে, তিন মেয়ে, দুই নাতনি ও সাত নাতিসহ স্বজনরা শামসুননাহার রাব্বীর আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য – ১৯৫৫ সালে তার স্বামী মোহাম্মদ ফজলে রাব্বী কুমিল্লা থেকে আমোদ পত্রিকার প্রকাশনা শুরু করেন।