সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ দিনব্যাপী এডমিশন ফেয়ার উদ্বোধন

১০ মার্চ, বুধবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাচদিন ব্যাপী মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জামাল নাছের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মাসুম প্রমুখ।

মেলায় রয়েছে বিশেষ ছাড়ে স্পট এডমিশনের সুযোগ। ৪ বছর মেয়াদী অনার্স ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ১,৭২,৫০০ টাকায় শিক্ষাক্রম সম্পন্ন করার সুযোগ। মেলায় স্থাপিত বিভিন্ন বিভাগের স্টলে বিভাগভিত্তিক শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শন করা হচ্ছে।

Post Under