সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডমিশন ফেয়ার সমাপ্ত, ব্যাপক সাড়া
কুমিল্লা বীরচন্দ্র গণপাঠার ও নগর মিলনায়তন (টাউনহল) মাঠে অনুষ্ঠিত কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের পাঁচ দিনব্যাপী এডমিশন ফেয়ার সমাপ্ত হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। কুমিল্লা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক জামাল উদ্দিন, কুমিল্লার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. তারিকুল ইসলাম চৌধুরী।
মোলায় বিশেষ ছাড়ে স্পট এডমিশনের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। ৪ বছর মেয়াদী অনার্স ও ইঞ্জিনিয়ারিং কোর্সে মাত্র ১,৭২,৫০০ টাকায় শিক্ষাক্রম সম্পন্ন করার সুযোগ দেয়া হয়। মেলার প্রথম দিন থেকেই শিক্ষার্থী, দর্শনার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া পরে।