এমদাদুল হক সোহাগ:
উদ্ভাবনী চিন্তার উদ্দীপনায় তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে সিসিএন শিক্ষা পরিবারের আয়োজনে তিন দিনব্যাপী উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সবুজ প্রকৃতি ঘেরা কুমিল্লা কোটবাড়ী এলাকার সিসিএন শিক্ষা পরিবার ক্যাম্পাসে মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার মহা-পরিচালক অতিরিক্ত সচিব মো: শাহজাহান। এসময় বার্ডের যুগ্ম পরিচালক আবদুল মান্নান, সিসিএন শিক্ষা পরিবারের প্রধান নির্বাহী মো: তারিকুল ইসলাম চৌধুরী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আলী হোসেন চৌধুরী সহ শিক্সা পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
উদ্ভাবনী মেলায় ৩১টি স্টলে শিক্ষার্থীদের প্রায় ৩৫টি উদ্ভাবন প্রদর্শন করা হয়েছে। উদ্ভাবনে কুমিল্লা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা যানজট ও বর্জ্য ব্যবস্থপনার উপর শিক্ষার্থীরা কয়েকটি প্রকল্প উদ্ভাবন করেছে। প্রকল্পগুলোর মধ্যে বর্জ্য পৃথক করণ এবং প্রসেসিং প্ল্যান্ট দর্শনার্থীদের নজর কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। এই প্ল্যান্টের মাধ্যমে ময়লা ধংস, বায়ু দূষণ রোধ করা সহ বর্জ্য থেকে প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগি পণ্য তৈরি করা, জৈব সার, বায়ু গ্যাস সহ বিদ্যুত উতপাদন করা সম্ভব বলে দাবি করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।