করোনাভাইরাসের সংক্রমণরোধে দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলছে কুমিল্লার বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো।
আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলার সব বিনোদন কেন্দ্র, পার্ক কমিউনিটি সেন্টার খোলা হবে। সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। আগত দর্শনার্থীদের সংশ্লিষ্টরা অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করবে। বিনোদন কেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে।
সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর এ তথ্য জানান।
সভায় কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।