স্বপ্ন অধরা রেখেই পরপাড়ে বিলঘরের নেবিল, জানাজায় মুসল্লীদের ঢল

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্ন পূরনে ও পরিবারের আর্থিক সমৃদ্ধির উদ্দেশ্যে গত মে মাসে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন কসবার বিলঘর গ্রামের যুবক মোশারফ হোসেন নেবিল। কিছুদিন যেতে না যেতেই অসুস্থ্য হয়ে গত মঙ্গলবার সাউথ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নেবিল বিলঘর গ্রামের বিশিষ্ট্য ব্যবসায়ী এবিএম আক্তার হোসেনের বড় ছেলে।

বৃহস্পতিবার রাতে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেবিলের লাশ গ্রহণ করেন স্বজনেরা। শুক্রবার ভোরে নেবিলের লাশ গ্রামে পৌছালে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। শেষ বারের মতো নেবিলকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন সবাই।

শুক্রবার বাদ জুম্মা বিলঘর উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযায় অসংখ্য মুসল্লীর ঢল নামে।

এসময় বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: ফারুকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সাবেক মেম্বার কবির আহম্মেদ, মরহুমের বন্ধু আজহার উদ্দিন, মরহুমের পিতা এবিএম আক্তার হোসেন। এসময় বিলঘর, পানিয়ারুপ সহ আশপাশের গ্রামের বিশিষ্ট ব্যক্তবর্গ ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

জানাযার নামাজ পড়ান মাওলানা শাওয়াল আহমেদ। জানাযার পর বিলঘর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সাউফ আফ্রিকার মুসলিম কমিউনিটিতে একটি জানাযা অনুষ্ঠিত হয়।

Post Under