স্বাধীনতা

২৫শে মার্চ কালো রাত্রী
শুরু হলো লন্ড ভন্ড তান্ডব নৃত্য।
নিস্তব্ধতা ছিন্ন করে তন্দ্রা আছন্ন
বাঙালির উপর ঝাপিয়ে পরলো হানাদার।
ঘন সবুজের বুক চিরে,
রক্তাক্ত লাল হয়ে গেল এই দেশ।
কত মর্মস্পর্শী দৃশ্য মর্মান্তিক মৃত্যু,
শ্বতাব্দীর পর শ্বতাব্দী বিশ্ব ইতিহাসে লিখা থাকবে এই চিত্র।
এটা শুধু মানুষ হত্যা নয়
যেন মানবতার হত্যা।
ওরা ডাক্তার মেরেছে সাংবাদিক মেরেছে
অসহায় মানুষের প্রাণ
যোগস বাবুকেও ছাড়েনি।
যাদের পায়ের ধূলো কখনো রাজনীতি অঙ্গনেপরেনি
গুলির আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে তাদের বুক,
ধর্ষিতা মা বোন যেন
হানাদার নির্যাতনের আরেক রুপ।
বাংলার বুকে যেন আজও হতভাগা নারীর দেহটি পরে আছে,
বিধ্বস্ত বাঙালী থেমে নেই প্রতিহত করেছে।
দাসত্বের শৃঙ্খল ভেঙে
৩০ লক্ষ শহীদের বিনিময়ে
ছিনিয়ে রেখেছে স্বাধীনতা,
তুমি আজ স্বাধীন দেশ
১৬ই ডিসেম্বর
তুমি স্বাধীন, স্বাধীন পতাকা।

 

লেখক: ইসরাত রুনা, শিক্ষিকা

Post Under