১৫ দিনের মধ্যে টোকেন চাঁদাবাজি বন্ধ করতে হবে- এমপি বাহার

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লায় এখন প্রাণভরে শ্বাস নিতে পারছেনা মানুষ। পরীক্ষা করলে মনে হয় বাতাসে অক্সিজেনের পরিমান কম হবে। পুরো শহর জঞ্জালে পরিনত হয়েছে। সিটি কর্পোরেশেনের বিগত মেয়রের দুর্নীতির কারনে একটা অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। মানুষ শান্তিতে কুমিল্লা শহরে হাটতে পারেনা। অটোরিক্সা গায়ের উপর উঠে পড়ে। প্রতিদিন মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপালে চিকিৎসা নিচ্ছেন, পঙ্গু হচ্ছেন, মৃত্যুবরণ করছেন। কুমিল্লা শহরে অটো থেকে, রিকশা থেকে চাঁদা নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে টোকেন দিয়ে কাউকে চাঁদাবাজি করার অনুমতি দেয়নি। আমি পুলিশ প্রশাসনকে বলবো আগামী ১৫ দিনের মধ্যে এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেভাবেই হোক এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। তিনি আরো বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র একটি বিধ্বস্থ সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন। গত এক বছরে তিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চেষ্টা করছেন, লড়াই করছেন। সিটি কর্পোরেশনের একটি পিয়ন থেকে উর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। তিনি মেয়রকে বলেন, সড়ক দফল করা ভ্যান, স্থাপনা উচ্ছেদে আবার অভিযান শুরু করতে হবে। শপিংমল ও ভবনের পার্কিং খালি করতে হবে।

এমপি বাহার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। নির্বাচন আসলেই দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। এখনো ষড়যন্ত্র চলছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা কাউকে ভয় পান না। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ বিজয়ী হলেই দেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে পারবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আতিক উল্লাহ খোকন, আবদুল হাই বাবলুসহ নেতৃবৃন্দ।

সন্মেলনে সাবেক কাউন্সিলর ও টাউনহলের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনকে সভাপতি ও বর্তমান কাউন্সিল মনজুর কাদের মণিকে সাধারণ সম্পাদক করে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Post Under