ওয়াইডব্লিউসিএ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর বাদুরতলা ওয়াইডব্লিউসিএ জুনিয়র গালস্ হাই স্কুলে শিশু কন্যা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অটোমেশন লিঃ (ফাবার ক্যাস্টেল) এ চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনের আয়োজন করে।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল অটোমেশন লিঃ (ফাবার ক্যাস্টেল) এর জেনারেল ম্যানেজার তাজুল ইসলাম কাদরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াইডব্লিউসিএ স্কুলের সাধারণ সম্পাদিকা আইরিন অধিকারী মুক্তা।
ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষিকা কলি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল অটোমেশন লিঃ (ফাবার ক্যাস্টেল) এর মার্কেটিং ম্যানেজার ফুয়াদ বিন হাফিজ, ডি এম মাসুদুর রহমান, প্রোডাক্ট প্রোমোশন এক্সিকিউটিভ তানজিলা খান, এরিয়া সেলস এক্সিকিউটিভ ফারুক সিকদারসহ অন্যান্যরা।
গত ১৫ অক্টোবর শিশু কন্যা দিবস উপলক্ষে ওয়াইডব্লিউসিএ স্কুলে এক হাজার শিক্ষার্থী নিয়ে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে গ্লোবাল অটোমেশন লিঃ (ফাবার ক্যাস্টেল)। চিত্রাংকন প্রতিযোগিতায় নার্সারী থেকে ৮ম শ্রেনী পযর্ন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৩৩ জনকে এ পুরুষ্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষিকাদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

 

Post Under