এমদাদুল হক সোহাগ:
বাংলাদেশের অত্যন্ত প্রাচীন কুমিল্লা জেলা আইনজীবী সিমিতর নির্বাচনে বিএনপি জামায়াতের ভরাডুবি হয়েছে। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। কুমিল্লা সদরের রাজনীতিতে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ব্যাপক প্রভাব বিস্তার করে। এ নির্বাচনের ফলাফল কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে প্রভাব ফেলেছে। কুমিল্লা নগরীজুরে ব্এনপি জামায়াতের ভরাডুবি ও ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কতটা শক্তিশালী সেটা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
আইনজীবী সমিতির সংবিধান অনুযায়ি প্রতি এক বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন গতকাল ৭ মার্চ অনুষ্ঠিত হয়। সারা রাত পেরিয়ে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত চলে ভোট গণনার কাজ। দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আবু তাহের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ১০টি সম্পাদকীয় ও পাঁচটি সাধারণ সদস্য সহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মোট৩০ জন প্রার্থী নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলাফলে সভাপতি-সাধারণ সম্পাদক সহ মোট ১০টি পদে বিজয় লাভ করে আওয়ামীলীগ। তিনটি সাধারণ সদস্য আর দুটি সম্পাদকীয় সহ ৫টি পদে জয় পায় বিএনপি-জামায়াত।
এবছর ১৩৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও শেষ পর্যন্ত প্রায় ১২৬৬ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
সভাপতি পদে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান লিটন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি কামরুল হায়াৎ খান পেয়েছেন ৫৯১ ভোট। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুব আলী, সহসভাপতি মোঃ মুজিবুর রহমান বাহার। ৬৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রাথী খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫৯০ ভোট। সহ সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। ট্রেজারার নির্বাচিত হয়েছেন কাজী মফিজুল ইসলাম (বিএনপি-জামায়াত), লাইব্রেরি সেক্রেটারি ফয়েজ আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি মো: মনির হোসেন পাটোয়ারী (বিএনপি-জামায়াত), আইটি সম্পাদক মো: মহসীন ভূইয়া, রিক্রিয়েশান সেক্রেটারি আছিয়া মেহজাবিন খান নিশু। সদস্য পদে মোঃ জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম রিমন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক(বিএনপি-জামায়াত), মোঃ আবু জাফর(বিএনপি-জামায়াত), কামরুন নাহার(বিএনপি-জামায়াত) নির্বাচিত হয়েছেন।
এদিকে, ফলাফল ঘোষণার পর আইনজীবীরা বিজয় মিছিল নিয়ে ফৌজদারী মোড়, কুমিল্লা শিল্পকলা-সার্কিট হাউজ মোড়, কান্দিরপাড় পূবালী চত্বর প্রদক্ষিণ করে রামঘাটলা এলাকার মহানগর আওয়ামলীগের অফিসে গিয়ে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করেন। এসময় আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগ অনেক শক্তিশালী সেটা আবারও প্রমাণিত হলো। জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।