কসবা উপজেলার অধিবাসী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন
কসবা উপজেলা পাবলিকিয়ান এর উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলার সেরা মেধাবীদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত ক, ৯ম-১০ম শ্রেণী খ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী গ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা। লিখিত মূল্যায়নে অংশগ্রহণকারীদের ফলাফল প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রতি গ্রুপের ১ম ১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।
এতে উপজেলার ৪০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী শুক্রবার সকাল ১০টায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের মূল্যায়নে কসবা মহিলা কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ কেন্দ্রে উপস্থিত ছিলেন। ডাঃরফিকুল ইসলাম, কসবা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, স্ফুরণ একাডেমিক এন্ড এডমিশন কেয়ার, ইংলিশ ভিশন একাডেমি, সবুজ সংঘ খাড়েরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামির হোসেন বলেন; পরবর্তীতে আরো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে কসবা উপজেলার শীক্ষার্থীদের মেধা বিকাশের কার্যক্রম হাতে নেয়া হবে। প্রতিযোগিতার ভেন্যু পরিদর্শন করেন; ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক আশরাফ উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র কর্মকর্তা জান্নাতুল বাকীসহ সাবেক পাবলিকিয়ানগণ।