নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি কুমিল্লা ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার হিসেবে যোগদান করেছেন জিএম হুমায়ুন কবির। এর আগে তিনি ফরিদপুরে জেলার ভাঙ্গা ব্রাঞ্চে ওপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
১২ মে, সোমবার তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার আয়োজন করা হয়। শুরুতে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান, ইউসিবি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, হেড অব কুমিল্লা ব্রাঞ্চ সালেহ আহমেদ মজুমদার। এসময় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ, ইউসিবি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আনিসুজ্জামান, রিলেশনশিপ ম্যানেজার আহমেদ মনসুর সহ ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।