কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তিনি জানান, শনিবার গভীর রাতে রবিউল, আজাদসহ ৭-৮ জনের একটি দল অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ভেতরে প্রায় ১৫০-২০০ গজ অগ্রসর হলে বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে তাদের সঙ্গে থাকা অন্য যুবকরা আহতদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন এবং হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে এবং ঘটনার কারণ অনুসন্ধানে আহতদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। পাশাপাশি, ঘটনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। সীমান্তের দু’পারের বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

এদিকে সীমান্তে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Post Under