কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের অর্জন নি:সন্দেহে অনুকরণীয়

গৌরাঙ্গ দেবনাথ অপু

ভারতীয় গণমাধ্যমকর্মী ও সংবাদ বিশ্লেষক শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য বলেছেন,’বাংলাদেশের পাঠকনন্দিত দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল মাল্টিমিডিয়া তাঁদের এক বছরের কার্যক্রমে সকল মহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। মাত্র এক বছরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার পুরো টিম যেভাবে দর্শকদের মন জয় করেছে, সেটি নি:সন্দেহে প্রশংসনীয় ও অন্যদের জন্য অনুকরণীয়।
তিনি আরও বলেন,’ কালের কণ্ঠ মাল্টিমিডিয়া গত এক বছর যেভাবে তাঁদের সৃজনশীল বিভিন্ন ভিডিও কন্টেন্ট প্রচার করে, বিশেষ করে ঘটনাস্থল থেকে প্রতিনিয়তন যেভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা অনেক সময় প্রচন্ড ঝুঁতি নিয়েও  সরাসরি সম্প্রচার (লাইভ) করে চলেছে, সেটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। মাল্টিমিডিয়া জগতে এক বছরে নতুন নতুন ধারা সংযোজন করে কালের কণ্ঠ যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটিকে তিনি ‘মাইলফলক’ উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার উদাত্ত আহবান জানান।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ বছর পূর্তি উপলক্ষে একটি ভার্চুয়াল লাইভ টকশোতে ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে যুক্ত হয়ে ভারতীয় ওই গুণী সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক শুভ্রজিত ভট্টাচার্য উপরোক্ত কথাগুলো বলেন।

মাত্র ৪৫ বছর বয়স্ক শুভ্রজিৎ ভট্টাচার্য তাঁর মাত্র দুই  যুগের সাংবাদিকতা জীবনে এ পর্যন্ত ৪ জন নোভেল বিজয়ীসহ শতাধিক দেশ বিদেশের খ্যাতনামা গুণীদের আলোচিত ইন্টারভিউ করেছেন। কয়েক বছর আগে কিছুদিন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘নবীনগরের কথা’ তাঁদের নিয়মিত ভার্চুয়াল  টকশোর ৩৭৯ পর্বে ‘কালের কণ্ঠ মাল্টিমিডিয়া’র ১ বছর পূর্তি : দর্শকদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে দশটায় ওই লাইভ টকশোটির আয়োজন করে।
কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় ১ ঘন্টা ৪৫ মিনিট ধরে চলা এই ভার্চুয়াল টকশোতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নিউজ এডিটর গাউস রহমান পিয়াস, কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনের ফিচার এডিটর দাউদ হোসাইন রনি, জনপ্রিয অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইদুর রহমান নাঈম ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টাস ক্লাবের সভাপতি ও স্থানীয় অনলাইনভিত্তিক  ‘স্টার টিভি’র সম্পাদক শাহীন রেজা টিটু প্রাণবন্ত ওই দীর্ঘ আলোচনায় অংশ নেন।
বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তিতে পুরো টিমকে অভিনন্দন জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি মাল্টিমিডিয়া, অনলাইন ও প্রিন্ট সকল মাধ্যমেই সমন্বিতভাবে পাঠকদের প্রত্যাশা পূরণে কালের কণ্ঠকে অতীতের মতো আগামি দিনেও সুনামের সঙ্গে কাজ করে যেতে পরামর্শ দেন।

Post Under