নিরাপত্তার কারণে সেনাবাহিনীর জন্য ফেসবুকসহ ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নির্দেশ না মানলে কড়া শাস্তিমূলক পদক্ষেপের কথাও জানানো হয়েছে।
এক বিশেষ নির্দেশনা জারি করে ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ
এ সময়ের মধ্যে ওই ৮৯টি অ্যাপ থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রত্যেককে তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।
নিষিদ্ধ অ্যাপের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, হাইক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডারের মতো অ্যাপ। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ই-কমার্স, ডেটিং সাইটও।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘হানিট্র্যাপে’ পা দিয়ে শত্রুপক্ষের কাছে তথ্য পাচারের ঘটনা এড়াতে ভারতীয় সেনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এনডিটিভি