বিসিকের খন্দকার বেকারীতে র‌্যাবের অভিযান দুই লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করনের দায়ে ‘খন্দকার বেকারী’ নামক প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট বিকালে কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় “খন্দকার বেকারী” নামক একটি কারখানাতে অভিযান পরিচালনা করে।

উক্ত কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানের মালিক নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ার মৃত টুকু মিয়ার ছেলে মোঃ ফিরোজ খন্দকার (৪০)কে আটক করে।

উক্ত অভিযানে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই, কুমিল্লা সর্বাত্মক সহযোগিতা করে। এ সময়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু বকর সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং উপরোক্ত অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ খন্দকার (৪০) কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন,
“খন্দকার বেকারী” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করে আসছিল। ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Post Under