গ্রেটার কুমিল্লা:
র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা হতে ৩,৮১০ (তিন হাজার আটশত দশ) পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩,৮১০ (তিন হাজার আটশত দশ) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চুলাস গ্রামের মৃত আবু ইউছুফ ভূইয়ার ছেলে মোঃ খোরশেদ আলম ভূইয়া, মাগুড়া জেলার মাগুড়া সদর থানার ধর্মদা টুপিপাড়া গ্রামের মৃত আইয়ুব সরদার এর ছেলে মোঃ সুজন সরদার (২৪)।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।