এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ রুহুল আমীন (৫৮) নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে আখাউড়া-সুলতানপুর সড়কে তিতাস ব্রিজ সংলগ্ন কোড্ডা নামক এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত রুহুল আমীন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের আসকার আলীর ছেলে।
আরো পড়ুনঃ
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, কোড্ডা পশ্চিমপাড়ার বাসিন্দা রুহুল আমিন কোড্ডা বিলে মাছ ধরে বিভিন্ন যায়গায় বিক্রি করতেন।শনিবার বিকেলে তিনি মাছের টাকার জন্য আখাউড়া ফরহাদ ভুইয়ার মাছের আড়তে যায়। সেখান থেকেই বাড়ি ফিরছিলেন। রাত ১০ টার দিকে আখাউড়া-সুলতানপুর সড়ক ধরে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন বৃদ্ধ রুহুল আমীন। পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে রুহুল আমীন সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন গুরুতর আহত রুহুল ইমীনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার পরপরই মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে আরোহী পালিয়ে গেছে। তবে মোটরসাইকেল উদ্ধার করেছি। এ বিষয়ে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’