এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সালিশকারক ও সমাজসেবক শাহজাহান মিয়া (মিঞা ভাই) আর বেঁচে নেই। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার উত্তরাস্থ হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।
আরো পড়ুনঃ
বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর জেলা শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মার্যাদা শেষে তাকে উত্তর পৈরতলাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিত সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।