কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় মিছিলটি কসবা উপজেলার সুপার মার্কেটের সামনে দলীয় কার্যালয় থেকে বের হয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্ত¡রে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন, যুুগ্ম আহবাযক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।
নেতারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করেছে, তারাই ভাস্কর্য ভেঙেছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামীলীগ নেতারা।